এইমাত্র পাওয়া

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. এম.আর কবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপচার্য হিসেবে অধ্যাপক  ড. এম. আর. কবিরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি একই বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৩০জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১(১) অনুযায়ী অধ্যাপক ড. এম. আর. কবির, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি -কে উক্ত ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো। 

নিয়োগের শর্তে বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য ভাতাদি ভোগ করবেন; এবং  তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, অধ্যাপক  ড. এম. আর. কবির ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত উপাচার্য এবং প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি বুয়েটের শিক্ষক এবং আলবার্টার ইউনিভার্সিটি, টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং ডেলফটের কারিগরি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন। তিনি বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অফ লউভেইন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং ভারতের রুরকি বিশ্ববিদ্যালয় (বর্তমানে আইআইটি রুরকি) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি লাভ করেন। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading