এইমাত্র পাওয়া

বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে গণনায় হাইকোর্টের রুল

ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা এমপিওভুক্তির পরিবর্তে প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরু করা প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রুল দেন। রুলের বিষয়টি আজ মঙ্গলবার জানান রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া।

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা যোগদানের তারিখ থেকে গণনার নির্দেশনা চেয়ে মোহাম্মদ রেজাউল করিমসহ ৮০ জন প্রভাষক রিটটি করেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া। আজ মঙ্গলবার তিনি বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা এমপিওভুক্তির পরিবর্তে প্রথম যোগদানের তারিখ থেকে গণনা কেন শুরু করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। শিক্ষাসচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

দেশে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) রয়েছে বলে জানান রিট আবেদনকারীদের এই আইনজীবী। আইনজীবী সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ থেকে নয়, বরং এমপিওভুক্ত হওয়ার তারিখ থেকে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়। তাঁদের ক্ষেত্রে যোগদানের একটা তারিখ থাকে, আবার এমপিও সুযোগ-সুবিধা পাওয়ার অর্থাৎ এমপিও থেকে চাকরির তারিখ নির্ধারণ থাকে। অন্যান্য চাকরিজীবীর ক্ষেত্রে এমনটি প্রযোজ্য নয়। অন্য সব চাকরিজীবীর ক্ষেত্রে চাকরির কর্মকাল প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরু করা হয়। সব চাকরিজীবীর ক্ষেত্রে যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতা গণনা করা হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে এমপিওভুক্তির তারিখ থেকে গণনা শুরু করা বৈষম্যমূলক, যে কারণে রিটটি করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading