এইমাত্র পাওয়া

২৯তম বিসিএসে ২১ ভুয়া ক্যাডার

নিজস্ব প্রতিবেদক।।

পরীক্ষার প্রশ্ন কিনে প্রস্তুতি, একজনের পরীক্ষা অন্যজন দেওয়া, ভাইভা বোর্ডে মামুর জোরে পাস কিংবা টাকা দিয়ে চাকরি পাওয়ার মতো বিষয়গুলোর সঙ্গে আমরা এতদিন পরিচিত ছিলাম। তবে এবার খবর মিলেছে, পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস পরীক্ষার ক্যাডার না হয়েও ক্যাডার পদে চাকরি পেয়েছেন ২১ জন। এমন চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এরই মধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন।

জানা গেছে, ২৯তম বিসিএসের নিয়োগ সম্পন্ন হওয়ার ১৩ মাস পর এই ভুয়া ক্যাডারদের নিয়োগের সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয় গেজেট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার সেই গেজেট প্রকাশ করেন।

এরই মধ্যে এমন ২১ কর্মকর্তাকে শনাক্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের নিয়োগের বৈধতা অনুসন্ধানে নেমেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। বৃহস্পতিবার (২৬ জুন) দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ ও গেজেট বিজ্ঞপ্তির প্রায় ১৩ মাস পর নিয়মবহির্ভূতভাবে নন-ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি জানান, নিয়োগপ্রাপ্ত ২১ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের পাঁচজন, আনসার ক্যাডারে একজন, শুল্ক ও আবগারি ক্যাডারে চারজন, ইকোনমিক ক্যাডারে দুজন, পরিবার পরিকল্পনা দুজন, পররাষ্ট্র ক্যাডারে একজন, পুলিশ ক্যাডারে দুজন, কর ক্যাডারে তিনজন ও সাধারণ শিক্ষা ক্যাডারে একজন নিয়োগ পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে ওই ২১ কর্মকর্তার তালিকা এসেছে কালবেলার হাতে। সেখানে দেখা যায়, চূড়ান্ত নিয়োগে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে নিয়োগ পেয়েছেন সাজিয়া আফরীন, রেজিস্ট্রেশন নম্বর ৪২০২৪২। তার মেধাক্রম দেখানো হয়েছে ১৯৪তম। দুই নম্বর ক্রমিকে আসমাউল হুসনা লিজা, যার রেজিস্ট্রেশন নম্বর ০১৯৩০২, মেধাক্রম ১৯৫। তিন নম্বর ক্রমিকে মোছা. নাসরীন পারভীন; রেজিস্ট্রেশন নম্বর ০৭৪৩১৭ ও মেধাক্রম ১৯৬। চার নম্বরে সুলতানা রাজিয়া, রেজিস্ট্রেশন নম্বর ০১৭৮৬৭ ও মেধাক্রম ১৯৭। পাঁচ নম্বরে মমতাজ বেগম, যার রেজিস্ট্রেশন নম্বর: ০৬০০১৪ ও মেধাক্রম ১৯৮। আনসার ক্যাডারে নিয়োগ পেয়েছেন শামীম আহমেদ, যার রেজিস্ট্রেশন নম্বর ০৬৩২৬১ ও মেধাক্রম ১৪।

সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চারজন। তারা হলেন অষ্পড়া বড়ুয়া যার রেজিস্ট্রেশন নম্বর : ০৭৯৭৪৫ ও মেধাক্রম ৭০। ফরিদা ইয়াসমীন যার রেজিস্ট্রেশন নম্বর ০৩৭৪৩৮ ও মেধাক্রম ৭১। ফাহমিদা মাহজাবিন যার রেজিস্ট্রেশন নম্বর ০২৮৮২৬ ও মেধাক্রম ৭২। রোখসানা খাতুন যার রেজিস্ট্রেশন নম্বর ২১৮৪২৫ ও মেধাক্রম ৭৩।

বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনমিক ক্যাডারে সহকারী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দুজন। এরা হলেন মিফতা-উল-জান্নাহ যার রেজিস্ট্রেশন নম্বর ০৪১১৮৬ ও মেধাক্রম ৪২ এবং ফারহানা রহমান, যার রেজিস্ট্রেশন নম্বর : ০৪১২৬১ ও মেধাক্রম ৪৩।

বাংলাদেশ সিভিল সার্জন পরিবার পরিকল্পনা ক্যাডারে নিয়োগ পেয়েছেন দুজন। তারা হলেন জামাল আল নাসের যার রেজিস্ট্রেশন নম্বর ০০০০৯৬ ও মেধাক্রম ১১ এবং মোহাম্মদ কায়সার খসরু যার রেজিস্ট্রেশন নম্বর ৩১৩৬২২ ও মেধাক্রম ১৩।

বাংলাদেশ সিভিল সার্জন পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পেয়েছেন সুভানা ইকরাম চৌধুরী যার রেজিস্ট্রেশন নম্বর ০২০৭৪৬ ও মেধাক্রম দেখানো হয়েছে ১৬তম।

বাংলাদেশ সিভিল সার্ভিস পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন দুজন। তারা হলেন আছাদুজ্জামান যার রেজিস্ট্রেশন নম্বর ০২২০৭৬ ও মেধাক্রম ৩৭ এবং মাহফুজা আক্তার শিমুল যার রেজিস্ট্রেশন নম্বর ০৪৫৬৭৬ ও মেধাক্রম ৩৯।

বাংলাদেশ সিভিল সার্ভিস কর ক্যাডারে নিয়োগ পেয়েছেন তিনজন। তারা হলেন, মোহাম্মদ শফিকুল ইসলাম যার রেজিস্ট্রেশন নম্বর ০৬০৯৬৭ ও মেধাক্রম ২৯। কামরুন নাহার শম্পা যার রেজিস্ট্রেশন নম্বর ০১৯১০৩ ও মেধাক্রম ৩০। মোসাম্মদ মাকসুদা ইসলাম যার রেজিস্ট্রেশন নম্বর : ০৬০৩৫৬ ও মেধাক্রম ৩২।

বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন একজন। তিনি হলেন এটিএম কামরুজ্জামান যার রেজিস্ট্রেশন নম্বর ১৩২৮২১ ও মেধাক্রম ৬৮।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক বলেন, এমন ঘটনা যদি ঘটে থাকে আর তা প্রমাণিত হয়, তাহলে প্রথমে তাকে ডিসমিস করা হয়। এরপর অ্যান্টি করাপশনে মামলা হয়। সরকারি পাওনা আদায় করা হয়।

শিক্ষাবার্তা /এ/ ২৭/০৬/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading