নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পাঁচ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং দুই জন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (২৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাঃ প্রশাঃ) মোঃ খালিদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বরগুনার তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলী আহাদকে ঝালকাঠির রাজাপুর উপজেলায়, নড়াইলের সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদকে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মীর মো: মোহতাছিম বিল্লাহকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়, মাগুরার মুহম্মদপুর মুহম্মদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনকে নড়াইলের সদর উপজেলায় এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহাম্মদকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ও রংপুরের কাউনিয়া উপজেলার সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলমকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাগণকে আগামী ০২/০৭/২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। পদায়নকৃত কর্মকর্তাগণ তাঁদের দায়িত্বেথাকা নথিপত্র তালিকা করে এবং মূলধনী সম্পদসমূহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নিকট যথাযথভাবে হস্তান্তর করে ছাড়পত্র নতুন যোগদানকৃত কর্মস্থলে জমাদান করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পিডিএস হালনাগাদ করে বর্তমান কর্মস্থলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনলাইনে অগ্রায়নপূর্বক নতুন কর্মস্থলে যোগদান করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ক্রমিক নং-০৭ এ বর্ণিত কর্মকর্তাকে জনস্বার্থে এবং অন্যান্যদের আবেদনের প্রেক্ষিতে বদলীর এ আদেশ জারী করা হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.