এইমাত্র পাওয়া

মাদরাসার নিয়োগে অনিয়ম, পাঁচ শিক্ষককে কোটি টাকা বেতন ফেরতের নির্দেশ

পাবনাঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার হাজী গয়েজ উদ্দিন মহিলা ফাজিল মাদরাসার পাঁচ শিক্ষকের নিয়োগকালীন সময়ে অনিয়মের অভিযোগে বেতন-ভাতা বন্ধের সুপারিশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এ ছাড়া এই পাঁচ শিক্ষকের নিয়োগকালীন সময় থেকে সর্বশেষ উত্তোলনকৃত কোটি টাকার উপরে ট্রেজারি চালানোর মাধ্যমে রাজস্ব খাতে ফেরত দিতে বলা হয়েছে।

জানা যায়, মাদরাসায় ২০২৪ সালে অডিট করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এতে পাঁচ জন শিক্ষকের নিয়োগকালীন সময়ে নানা অনিয়ম ধরা পড়ে।

এতে এই পাঁচজন শিক্ষকের বেতন-ভাতা বন্ধ করাসহ চাকরির শুরু থেকে উত্তোলনকৃত সমুদয় টাকা রাজস্ব খাতে ফিরিয়ে দিতে বলা হয়।

বেতন-ভাতা বন্ধ হওয়া শিক্ষকরা হলেন- মাদরাসার আরবি বিষয়ের সহকারী অধ্যাপক মো. আব্দুল মজিদ ও মো. আজহারুল ইসলাম, সহকারী মৌলভী মো. সাইদুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক শাহিদা খাতুন ও এবতেদায়ী ক্বারী সেলিম উদ্দিন।

এদিকে শিক্ষকদের দাবি, নিয়োগ দিয়েছে সে সময়ের কর্তৃপক্ষ। অনিয়ম হলে কর্তৃপক্ষের মাধ্যমে হয়েছে।

কিন্তু এর জন্য শিক্ষকদের বেতন বন্ধ করা হলো। বেতন বন্ধ হওয়ায় সবাই মানবেতর জীবনযাপন করছেন। প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।

মাদরাসার অধ্যক্ষ মো. ময়নুল ইসলাম বলেন, ‘পাঁচজন শিক্ষকের নিয়োগকালীন অনিয়মের অভিযোগে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বেতন-ভাতা স্থগিত করেছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর সব শিক্ষকের সমুদয় বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে মাদরাসার সভাপতি পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক স্যারের নিকট পাঁচ শিক্ষকের সব কাগজপত্র জমা দেওয়া হবে। তারপরে এডিসি স্যারের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading