নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও ভালুকা উপজেলা স্কাউট শাখার আয়োজনে“কাব কার্নিভাল ২০২৫”অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১০টায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট কমিটির সভাপতি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। কার্নিভালের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভালুকা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন মাসুদ।
বক্তব্য রাখেন, বিএনপি ভালুকা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ গুলজার হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট ভালুকা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান খান মোহন,উপজেলা স্কাউট কমিশনার মো.কামরুজ্জামান, বাংলাদেশ স্কাউটস ভালুকা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ভালুকা শাখার সভাপতি মোঃ নাজমুল হক ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম সোহাগ,মাদ্রাসা শিক্ষক সমিতির ভালুকা উপজেলা শাখার সভাপতি মোজাহিদুর রহমান খান সোহেল ও সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রশিদ আকন্দ। প্রাথমিক শিক্ষক সমিতির ভালুকা উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সবুজ, উপজেলা কাব লিডার মোঃ জামাল উদ্দিন, স্কাউটসের যুগ্ম সম্পাদক মোঃ শামছুল হক এবং বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক এস. এম. সারোয়ার জাহান কামাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল,শিক্ষক-কর্মচারী ঐক্য জোট ভালুকা শাখার সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আনোয়ার পারভেজ,সহ-সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল আলম,ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন মো.মোস্তাফিজুর রহমান,মাদ্রাসা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মাও: খাদেমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কমল,শিক্ষক কর্মচারী ঐক্যজোট ভালুকা শাখার সহ সাধারণ সম্পাদক নাজমুল হক মন্ডল, সহ-সাধারন সম্পাদক সজিব খান,শিক্ষা বিষয়ক সম্পাদক সফিউল্লাহ লিটন, শিল্প বিষয়ক সম্পাদক স্বাধীন আহমেদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম, নেতৃত্ব ও শৃঙ্খলা গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রমের ভূমিকা অপরিসীম। এমন আয়োজন তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.