এইমাত্র পাওয়া

এইচএসসির প্রশ্নপত্র ফাঁস: বিজ্ঞপ্তি দিয়ে যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। যে সেটের প্রশ্ন খোলা অবস্থায় পাওয়া গেছে সকল কেন্দ্রের সেই সেটের প্রশ্ন বাতিল করা হয়েছে। একই বিষয়ের প্রশ্নপত্রের ভিন্ন কয়েকটি সেট বোর্ডের কাছে সংরক্ষিত থাকায় পরীক্ষা গ্রহণে কোন জটিলতা তৈরি হবে না।

শনিবার (২১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী-এর আওতাধীন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সরকারি এম এম ডিগ্রী কলেজের জন্য বরাদ্দকৃত এইচএসসি পরীক্ষা ২০২৫-এর প্রশ্নপত্রের তিনটি ট্রাঙ্ক ধামইরহাট থানার লকার রুমে সংরক্ষণ করা হয়। প্রশ্ন সর্টিং-এর সময় ১টি ট্রাঙ্ক তালা খোলা অবস্থায় পাওয়া যায় এবং ইতিহাস ২য় পত্রের (বিষয় কোড-৩০৫) এক প্যাকেট প্রশ্ন লকার রুমের এক কর্নারে পাওয়া যায়। উক্ত প্যাকেটের কিছু প্রশ্নপত্র ছেঁড়া থাকলেও প্রশ্নপত্রের সংখ্যা সঠিক পাওয়া যায় মর্মে জেলা প্রশাসক, নওগাঁ নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে ও দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গ চিহ্নিতকরণের জন্য জেলা প্রশাসন, নওগাঁ কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, ইতিহাস ২য় পত্রের (বিষয় কোড-৩০৫) যে সেটের প্রশ্ন খোলা অবস্থায় পাওয়া যায়, সকল কেন্দ্রের সেই সেটের প্রশ্ন বাতিল করা হয়েছে। একই বিষয়ের প্রশ্নপত্রের ভিন্ন কয়েকটি সেট বোর্ডের কাছে সংরক্ষিত থাকায় পরীক্ষা গ্রহণে কোন জটিলতা তৈরি হবে না।

শনিবার (২১ জুন) বিকেলে ওই ঘটনায় গঠন করার রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্ত কমিটির সদস্য আ.ন.ম মুফাখখারুল ইসলাম প্রশ্নপত্রের মত গুরুত্বপূর্ণ নথি হাজতখানায় আসামির সঙ্গে রাখা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তিনি বলেন, থানায় থাকা সিসি ক্যামেরা ফুটেজসহ অন্যান্য বিষয়াদি পর্যবেক্ষণ করেই প্রতিবেদন জমা দেয়া হবে। 

প্রসঙ্গত, গত মঙ্গলবার ওই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার তা জানাজানি হয়। এরপর জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যাচ্ছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্র্যাংকটির দুটি তালা ভেঙে ফেলা হয়েছে। ট্র্যাংকের ভেতরে থাকা ইসলামের ইতিহাসের এক সেট প্রশ্ন ছেঁড়া অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ২৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading