এইমাত্র পাওয়া

মাদ্রাসার ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৪ সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ আগামী ২৩ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তির মেয়াদ শেষের প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড অনলাইন হতে ডাউনলোড করা যাবে।

বৃহস্পতিবার (১৯জুন) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদ্রাসা প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষার্থী/অভিভাবককে
জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি ও যে সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন পূর্বে সম্পন্ন করা হয়েছে তাদের রেজিস্ট্রেশন কার্ড মাদ্রাসার মাধ্যমে বর্ণিত নিয়মাবলী অনুসরণ পূর্বক অনলাইন হতে ডাউনলোড করা যাবে। অনলাইন থেকে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে নির্ধারিত স্থানে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সীল স্বাক্ষর সম্পন্ন করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

৬ষ্ঠ ও ৮ম শ্রেণিরবাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানকে অত্র বোর্ডের www.ebmeb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ElIN এবং Password ব্যবহার করে নতুন রেজিস্ট্রেশন করা যাবে এবং এ বিজ্ঞপ্তির মেয়াদ শেষে ৮ম এর রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা যাবে। ফি জমা ২৩/০৬/২০২৫ হতে ২০/০৭/২০২৫এবং এন্ট্রি- ২২/০৭/২০২৫ তারিখ পর্যন্ত।

৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট

সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানকে অত্র বোর্ডের www.ebmeb.gov.bd ওয়েবসাইটে Junior Dakhil Certificate (JDC)»»eReg-Registration Print/Edit»»2024 সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করে প্রতিষ্ঠানের EIIN এবং Password ব্যবহারের মাধ্যমে ২৩/০৬/২০২৫ খ্রি. তারিখ হতে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা যাবে।  

রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু না হওয়া

অনলাইনে eSIF পূরণ করার সময় যে সকল শিক্ষার্থীর তথ্য অসম্পূর্ণ রয়েছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু করা হয়নি। সে ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানের পর রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু করা হবে এবং ২০/০৮/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত ডাউনলোড করে প্রিন্ট করা যাবে। এ ক্ষেত্রে বোর্ড ফি প্রযোজ্য হবে না। 

QR কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন কার্ড যাচাই ও প্রিন্ট

রেজিস্ট্রেশন কার্ডের QR কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন কার্ড অত্র বোর্ডের ওয়েবসাইট হতে যাচাই ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়াই একাধিকবার প্রিন্ট করা যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading