ঢাকাঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে অনশন করছেন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ৮ শিক্ষার্থী। এর আগে গত ২৭ মে অনশন শুরু করেন তারা। পাশাপাশি প্রতিষ্ঠানের চ্যান্সেলরকে ইসরায়েল-সংযুক্ত সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক বিচ্যুত করার আহ্বান জানিয়েছে।
আন্দোলনকারীরা বিবৃতিতে বলেন, “আমরা আমাদের টিউশন ফি এবং করের টাকা দিয়ে কোনো গণহত্যাকে অর্থায়ন করতে পারি না। আমাদের বিশ্ববিদ্যালয় উপনিবেশবাদ নিয়ে গবেষণা চালালেও, আমরা চাই না তারা বাস্তবে সেই উপনিবেশিক নিপীড়নের আর্থিক পৃষ্ঠপোষক হোক। যতদিন না বিশ্ববিদ্যালয় এসব বিনিয়োগ থেকে নিজেদের প্রত্যাহার করবে ততদিন আমরা অনশন চালিয়ে যাব।”
মার্কিন এক সংবাদমাধ্যমকে তারা বলেছেন, বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ইসরায়েলে তাদের বিনিয়োগের বিষয়ে তথ্য প্রকাশ করেনি।
বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অতীতে এই বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক ফিলিস্তিন সংহতির পক্ষে কথা বলায় হয়রানির শিকার হয়েছেন। মতপ্রকাশের স্বাধীনতা, বিশেষ করে ইসরায়েলবিরোধী বক্তব্যের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ ও চাপে ক্ষুব্ধ ছাত্রসমাজ অসংখ্যবার প্রতিবাদ জানিয়েছে। সূত্র : আল জাজিরা
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.