সিলেটঃ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থানকারী এবং হামলায় সহযোগীদের শনাক্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গণ-অভ্যুত্থানের সময়ে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য, ঘটনার তারিখ, যথাযথ বিবরণ এবং প্রমাণাদি (ফটো, ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের স্ক্রিনশট, জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত রিপোর্ট এবং অনুরূপ প্রমাণাদি) পরিচালক, ছাত্র উপদেশ ও নির্দেশনার অফিসে সিলগালা খামে সরাসরি কিংবা ই–মেইলে নিজ পরিচয়সহ জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। তথ্য প্রদানকারীর পরিচয় কর্তৃপক্ষ কর্তৃক সম্পূর্ণরূপে গোপন রাখা হবে।
আগামী ২৬ জুন পর্যন্ত তথ্যপ্রমাণাদি জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.