চট্টগ্রামঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে সুপেয় পানির সংকটে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার শিক্ষার্থী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশুদ্ধ পানির সংকটে বিপাকে পড়েছেন। এরফলে দরিদ্র শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে।অনেকে দোকান থেকে পানি কিনে নিতে দেখা যায়।
এদিকে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা আমাদের আশ্বাস দিলেও সুফল মিলছে না। যারফলে বিশুদ্ধ পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের কোন মাথাব্যথা নেই বললেই চলে। আমরা সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
বিদ্যালয়ে পানি সংকটের বিষয়টি জানতে চাইলে জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল রায় জানান, শিক্ষার্থীদের দুপুরের টিফিন খাওয়ার পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এতে করে দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীরা চরম বেকায়দায় পড়েছেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান (প্রশাসন) বিবাশ চক্রবর্তী বলেন, ছাত্র-ছাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা না থাকায় তারা অস্বাস্থ্যকর পানি পান করছে।বিদ্যালয়ের ১৪০০ অধিক ছাত্রছাত্রীদের ভোগান্তি চরমে।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানান, পানি পিপাসায় ঠিকমত আমরা ক্লাস করতে পারছিনা। বিকল্প হিসেবে আমাদের অস্বাস্থ্যকর পানি পান করতে হচ্ছে। এরফলে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অতি শীঘ্রই বিশুদ্ধ পানি সংকট নিরসন চাই।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী জানান, সীতাকুণ্ড উপজেলায় ব্যক্তিগত নলকুপের পাশাপাশি সরকারি ১০ হাজার নলকূপ রয়েছে। এরমধ্যে ৮০ ভাগ নলকূপ অকেজো। যার ফলে এসব নলকূপ থেকে পানি পান করা সম্ভব হচ্ছে না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.