এইমাত্র পাওয়া

সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পরে গেছে: আমিনুল হক

ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বলছে মুখে মুখে কিন্তু বাস্তবে তারা সংস্কার চান না, তারা স্বৈরাচারের বিচারের কথা বলছে মুখে মুখে কিন্তু বাস্তবে তারা বিচার করতে চান না। কারণ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ক্ষমতার লোভে পরে গেছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁও ইসলামি ফাউন্ডেশনে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আমিনুল হক বলেন, দীর্ঘ ৯ মাসে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও স্বৈরাচারের বিচারের অজুহাতে নির্বাচন না দিয়ে ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করে রাখার পাঁয়তারা করছে। তারা সংস্কারের কথা বললেও নূন্যতম কোনো সংস্কার আমরা দেখছি না। স্বৈরাচারের বিচারের কথা বললেও উল্টো তারা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিয়ে রেখেছে। গণমাধ্যমে স্বৈরাচারের পক্ষে যারা বড় বড় কথা ও গলাবাজি করেছে, তারা এখনও পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে। তাদেরকে রেখে কিভাবে সংস্কার করা সম্ভব। কারণ তারা (অন্তর্বর্তীকালীন) নিজেরাই ক্ষমতার লোভে পরে গেছে।

অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে অভিযোগ করে এসময় তিনি বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার যে আচরণ করেছে। গত ৯ মাসের ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের মধ্যে আমরা সেই ধরনের আচরণ দেখেছি।

এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক আরও বলেন, আপনারা ভুলে যাচ্ছেন, স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে পালিয়েছে; হয়তোবা স্বৈরাচার শেখ হাসিনার ১৭ বছর লাগছে। আপনাদের এতো বেশী সময় লাগবে না।

এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বহু দেশি বিদেশি ষড়যন্ত্রকারী কাজ করে চলেছে। যেহেতু আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, আমরা দৃঢ় ভাবে বলতে চাই, বিএনপি সবসময় এই সরকারের সাথে রয়েছে বলে- কোনো ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে পারবে না।

সংস্কারের প্রসঙ্গ টেনে অন্তর্বর্তী সরকারকে আমিনুল হক আরও বলেন, আপনারা সংস্কারের কথা বলেন আমরাও বলি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা দিয়েছেন। সেখানে ৩১ দফার ভিতরে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কারের কথা বলা হয়েছে। বিএনপির ৩১ দফা রূপরেখায় তারেক রহমান যেই বিষয়টি উল্লেখ যোগ্য করেছেন- যার জন্য আমরা গত ১৭ বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে। জনগণের সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আপনাদের ভিতরে ষড়যন্ত্রকারী ঢুকে গেছে। আপনাদেরকে বিভ্রান্ত ও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কোনো ধরনের বিভ্রান্ত ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। কোনো ষড়যন্ত্রকারী ও বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে স্থান নেই। রাষ্ট্রীয়ভাবেও তাদের রাখা যাবে না।

ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও শ্রমিকদল জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ বারী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, শ্রমিকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মনজু, শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব কামরুল জামান, শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading