এইমাত্র পাওয়া

শিক্ষার্থীকে শাসন করায় প্রধান শিক্ষককে পে টা লে ন অভিভাবক

কুমিল্লাঃ কুমিল্লার মনোহরগঞ্জে ছাত্রকে শাসন করায় প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে অভিভাবকের বিরুদ্ধে। শনিবার (২৪ মে) বিকালে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলা দায়ের করেন প্রধান শিক্ষক ইলিয়াছ ভূঁইয়া। পরবর্তীতে অভিযুক্ত অভিভাবক খোরশেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানোর কথা জানায় পুলিশ।

জানা যায়, শনিবার (২৪ মে) দুপুরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন সপ্তম শ্রেণির পাঠদান কার্যক্রম চালাচ্ছিলেন। এসময় পাশের কক্ষে নবম শ্রেণির দুই শিক্ষার্থী উচ্চস্বরে হাসিঠাট্টা করছিলেন। পাঠদান শেষে বিষয়টি জিজ্ঞেস করতে গেলে নবম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ শিক্ষককে প্রত্যুত্তরে বলেন- দশম শ্রেণির ছাত্র সালমানসহ হাসিঠাট্টা করেছি তাতে দোষের কি হয়েছে? সে সময় ফাহাদ ওই শিক্ষকের সঙ্গে আরও খারাপ আচরণ করতে থাকলে তাকে বেত্রাঘাত করেন শিক্ষক শাখাওয়াত হোসেন। বেত্রাঘাতের বিষয়টি সে তার অভিভাবককে জানালে তখন ওই ছাত্রের বাবা খোরশেদ আলম স্কুলে আসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ ভূঁইয়া জানান, স্কুলে এসে ছাত্রের অভিভাবক শিক্ষক সাখাওয়াত হোসেনকে খুঁজতে থাকেন। এ সময় তিনি ওই শিক্ষককে বের করে দিতে বললে আমি তাকে শান্ত হওয়ার অনুরোধ করি। এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাথাড়িভাবে কিল, ঘুষি মারতে থাকেন। আমি অচেতন হয়ে পড়ে যাই।

পরে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে উদ্ধার করে স্থানীয় একটি হসপিটালে ভর্তির ব্যবস্থা করেন। তিনি নাথেরপেটুয়া মডার্ন হসপিটালে ভর্তি হন বলে জানা গেছে।

এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের ছাত্র ফাহাদ ও অভিভাবক খোরশেদ আলমকে অবরুদ্ধ করে ফেলে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে উভয়কে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।

মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, বিদ্যালয়ে অবরুদ্ধ ছাত্র ফাহাদ ও তার বাবা খোরশেদ আলমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রধান শিক্ষক ইলিয়াছ ভূঁইয়ার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় ছাত্রের অভিভাবক খোরশেদ আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার কুমিল্লার আদালতে পাঠানোর কথা জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী বলেন, বিষয়টি অবগত হওয়ার পর অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে সেনাবাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading