নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী।
বুধবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মোছা: রোখছানা বেগম এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী- ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীকে ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো।
ভাইস-চ্যান্সেলর পদে ড. ফরিদ আহমদ সোবহানীর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
এছাড়াও বলা হয়েছে, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা পাবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.