এইমাত্র পাওয়া

খুলনা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক গোলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদকে অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

এতে আরো বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আগামী ১৩ মার্চের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.