নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মোঃ নুরুজামানের বিরুদ্ধে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য ও আওয়ামী লীগের দোসর কর্মকর্তাদের শিক্ষার গুরুত্বপূর্ণ দপ্তরে পদায়নের অভিযোগ এনে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচী থেকে এই দাবি জানানো হয়।
অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, , আওয়ামী লীগের ১৬ বছরে এমপিও শিক্ষকরা বঞ্চিত। আমরা ভেবেছিলাম এই সরকার এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবেন। শিক্ষা সংস্কারে কমিশন গঠন করবেন। কিন্তু তা না করে এই সরকারও শিক্ষকদের বঞ্চিত করে রেখেছেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আসন্ন ঈদের আগেই এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে। মাসের এক তারিখের মধ্যেই শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এমপিও শিক্ষক-কর্মচারীদেরকে সরকারি চাকরিজীবীদের মত একই হারে চিকিৎসা ভাতা, বাড়ী ভাড়া দিতে হবে। এক যোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে।
আরও পড়ুনঃ
- অধ্যক্ষ এহতেসাম উল হকের অপসারণের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
- শিক্ষার্থীদের বিক্ষোভে প্রত্যাহার হওয়া ব্যক্তিই মাউশির নতুন ডিজি
- প্রত্যাহার হচ্ছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. এহতেসাম উল হক
- শিক্ষাবার্তা’য় সংবাদ: মাউশির বিতর্কিত ডিজি এহতেশাম উল হক ওএসডি
তিনি আরও বলেন, আমরা লক্ষ করেছি প্রায় ৯০ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ফাইল আটকে রয়েছে। এই সরকারের সাত মাস পার হলেও এখনও অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন করা হয়নি। অবলিম্বে এই কমিটি গঠন করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের তাদের প্রাপ্য টাকা অবসরের দিনই তা পরিশোধ করতে হবে।
সমাবেশ উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন, যুগ্ম মহাসচিব এএইচএম সায়েদুজ্জামান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন স্কুল কলেজের শত শত শিক্ষক।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.