ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের হয়েছে। এ সময় খুরের আঘাতে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী।
আহতরা হলেন— উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি এলাকার সাজু মিয়ার ছেলে মো. বেলাল (৩৮) এবং ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মহরম আলীর ছেলে জীবন আলী (১৭)।তারা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের অভ্যন্তরে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউএনও। পরে সেখানে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা ফুল দিতে আসেন। তবে কে আগে ফুল দেবে তা নিয়ে জমির দস্তগীর ও ইমাম হোসেন এবং মহসিন ভূইয়া ও শাহ আলম মিয়ার অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়।
এ সময় খুরের আঘাতে দুজন আহত হয়। তারা দুজনই মহসিন-শাহ আলমের সমর্থক।
এ ব্যাপারে জানতে বিএনপি নেতাদের মোবাইলে কল করলেও তারা রিসিভি করেন। বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী বলেন, “শহীদ মিনারে ফুল আগে পরে দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।” এ ঘটনায় অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও ওসি জানান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.