নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ হল তল্লাশিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের উত্তেজনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক কার্যক্রম। এ সময় শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। পরে দুপুরের মধ্যে হল ছেড়ে যান শিক্ষার্থীরা।
এ দিকে হল তল্লাশিতে বাধা ও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির ঘটনায় ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
কলেজ প্রশাসন ও শিক্ষার্থীরা জানায়, কলেজের আবাসিক হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মজুত করা বিভিন্ন দেশীয় অস্ত্র রয়েছে- শিক্ষার্থীদের এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে অমর একুশে হল ও মুক্তিযোদ্ধা হলে তল্লাশি চালায় কলেজের ক্যাম্পাস প্রশাসনের নিরাপত্তা কমিটি। এ সময় মুক্তিযোদ্ধা হল থেকে রামদা, হকিস্টিক, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় একটি পক্ষ তল্লাশি কার্যক্রমে বাধা দেয়। এতে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।
পরে রাতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে। এই উদ্ভুত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের মঙ্গলবার সকাল ৯টার মধ্যে আবাসিক তিনটি হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.