এইমাত্র পাওয়া

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক।। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আসর আমবয়ানের মাধ্যমে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর বয়ান করেছেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)।

দুপুর দেড়টার দিকে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায়ের জন্য সকাল থেকে ঢল নামে মুসল্লিদের। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এদিকে, ইজতেমা সুন্দর ও সফল করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল ময়দানকে ৫ সেক্টরে ভাগ করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, এবার ইজতেমায় পোশাকধারী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭ হাজার সদস্য থাকবেন। ময়দান এলাকায় র‌্যাবের হেলিকপ্টার টহল ছাড়াও বম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড কাজ করছে। আগামী রবিবার দুপুরে আখেরি মোনাজাতে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা।

আগামী রবিবার দুপুরে আখেরি মোনাজাতে শেষ হবে এবার ৫৮তম বিশ্ব ইজতেমা।

শিক্ষাবার্তা /এ/১৪/০২/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.