এইমাত্র পাওয়া

ওসমানী মেডিকেলে কলেজের নতুন উপাধ্যক্ষ ডা. সালেহ আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সালেহ আহমেদ শাহীন। একই সাথে অধ্যাপক (চলতি দায়িত্ব) পদেও পদায়ন করা হয়েছে তাকে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (ডার্মাটোলজি) ডা. সালেহ আহমেদকে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হলো।

এতে বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

ডা. সালেহ আহমেদ শাহীন এমবিবিএস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে এমডি সম্পন্ন করেন। পরে জার্মানির কার্লএবারহার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.