নোয়াখালীঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা ‘ছাত্রলীগের গুণ্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি নানা স্লোগান দেয়।
বক্তারা বলেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। তারা এ দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে তারা বিদেশের মাটিতে গিয়ে আশ্রয় নিয়েছে। অথচ তাদের ন্যূনতম লজ্জাবোধ নেই। এখনো রাজনীতি করার স্বপ্ন দেখে যাচ্ছে।
তারা বলেন, বিপ্লবের পর ৬ মাস অতিবাহিত হতে চললেও তাদের বিচারের আওতায় আনা হয়নি। এতে তাদের স্পর্ধা বেড়ে গিয়েছে। অবিলম্বে অর্ন্তবর্তী সরকারকে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যেসব লীগের দোসর প্রশাসনের বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশে আবারও অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে মাসব্যাপি কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদেরকে বলতে চাই দিবা স্বপ্ন দেখে লাভ নেই। ৫ আগস্ট যেভাবে এ দেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে তোমাদের পরাজিত করেছে সামনেও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
উল্লেখ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিলি, প্রতিবাদ মিছিল ও সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, সড়ক-রেল-জল ও বিমানবন্দর অবরোধ কর্মসূচি, তারিখে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবেন তারা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.