এইমাত্র পাওয়া

১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক শিক্ষকদের জন্য এখনো দশম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন টাঙ্গাইলের সখীপুরের প্রাথমিক শিক্ষকরা। এই দাবিতে তারা মানববন্ধন করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অন্তত দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সদস্য আফরোজা আক্তার, জুলহাস উদ্দিন, সাইফুল ইসলাম সাইফ, সালমান হাবিব, নাজমুল তালুকদার, সায়মন জাহিদ প্রমুখ।

আন্দোলন চলার সময় এক শিক্ষক ঘোষণায় বলেন, ‘আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়, যা আমরা শিক্ষক হিসেবে মেনে নিতে পারি না। দশম গ্রেড আমাদের দাবি।’

একই সুরে আরেক শিক্ষক বলেন, ‘আমরা শিক্ষক সমাজের অংশ। আমরা কেন তৃতীয় শ্রেণিতে থাকব? শিক্ষকদের তৃতীয় শ্রেণির মধ্যে রেখে দেশ গড়া সম্ভব নয়।’

এসময় বক্তারা বলেন, আগামী ৩১ জানুয়ারি মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতির মতো কঠিন হুঁশিয়ারি দেবেন বলেও ঘোষণা করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.