নিজস্ব প্রতিবেদক।।ঝালকাঠির নলছিটি উপজেলা স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। উপজেলা স্কাউটস এর এডহক কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মূ. আনোয়ার আজিমের সভাপতিত্বে কাউন্সিল সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরীন আক্তার।
২৭ জানুয়ারি সকাল দশটায় হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হায়দার খান বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ শাজাহান, বিজি ইউনিয়ন একাডেমীর প্রধান শিক্ষক আলী হায়দার সিকদার, মোনায়েম তালুকদার এলটি, নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরীন আক্তার।
বিগত তিন বছরের আয় -ব্যায়ের হিসাব উপস্থাপন করেন নান্দীকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ একরামুল করিম মিঠু মিয়া।
নলছিটি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা আক্তারকে সম্পাদক,নান্দিকাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হককে কমিশনার ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও জনপ্রিয় শিক্ষামূলক অনলাইন শিক্ষাবার্তা ডটকমের সম্পাদক মন্ডলির সদস্য বিন-ই -আমিনকে কোষাধ্যক্ষ করে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
২৭ সদস্য এর পূর্ণাঙ্গ কমিটি নিম্নরুপ:-
সভাপতি: পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার, সাধারণ সম্পাদক সীমা আক্তার,প্রধান শিক্ষক নান্দিকাটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কোষাধ্যক্ষ বিন-ই-আমিন, সিনিয়র শিক্ষক, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ। যুগ্ম সম্পাদক মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান।
সহ-সভাপতি ৫ জন মোঃ আনোয়ার আজিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিরিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, একরামুল করিম মিঠু, সাবেক সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক নান্দীকাটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মো. মুজিবুর রহমান, প্রধান শিক্ষক, আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়,মনিষা রহমান, প্রধান শিক্ষক তিমিরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়।সহকারী কমিশনার মোহাম্মদ খাইরুল বাশার রানা, প্রধান শিক্ষক, সরকারি মার্চেন্স মাধ্যমিক বিদ্যালয়, আলী হায়দার সিকদার, প্রধান শিক্ষক, বিজি ইউনিয়ন একাডেমী, মোকসেদুর রহমান, প্রধান শিক্ষক,রায়াপুর আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়, শহিদুল ইসলাম, সুপার, গোছরা দাখিল মাদ্রাসা, লুৎফুন নাহার লায়লা, প্রধান শিক্ষক, সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারা পারভিন রিঙ্কু, প্রধান শিক্ষক, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রিয়াজুল কবির। ইউনিট সভাপতি: সামস বিন ইয়াকুব,প্রধান শিক্ষক, সরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়,আমিনুল ইসলাম ও মাহবুবুর রহমান।
গ্রুপ লিডার : ষাট পাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন।সহযোগী সদস্য: আলমগীর হোসেন আবু হানিফ ও ফজিলাতুন্নেছা মনি। কাব লিডার ফেরদৌসী আক্তার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.