এইমাত্র পাওয়া

এক কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৬৯ শিক্ষার্থী

সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: রংপুর সরকারি কলেজের ৬৯ এইচ এস সি পড়ুয়া শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন এ বছর। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছেন কলেজটির শিক্ষকরা।

গত রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে প্রকাশিত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলে জানা গেছে, কলেজটি থেকে ৬৯ শিক্ষার্থী সুযোগ পেয়েছেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতার বলেন, এখন পর্যন্ত ৬৯ জনের মেডিকেলে সুযোগ পাওয়ার খবর নিশ্চিত হয়েছি। তবে আশা করছি, এই সংখ্যা আরও বাড়বে। গত বছর একই কলেজ থেকে ৬৩ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছিলেন বলেও জানান তিনি।

কলেজের দেওয়া তথ্যমতে, এ বছর রংপুর সরকারি কলেজ থেকে ১ হাজার ২৬৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে পাসের হার ৯৮ শতাংশ। বিজ্ঞান বিভাগে ছিলেন প্রায় ৭৫০ জন শিক্ষার্থী।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর সরকারি কলেজ দেশের একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি শহরের কেন্দ্রস্থল রাধাবল্লভ এলাকায় অবস্থিত এবং ১৯৬৩ সালের ২৫ জুলাই প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, স্নাতক (পাস) কোর্স, ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ৭টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ১১,৩৭৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতার শিক্ষা বার্তাকে জানিয়েছেন শিক্ষকদের সুশৃঙ্খল পাঠদান এবং কঠোর তদারকির ফলে শিক্ষার্থীরা প্রতিবছর আশানুরূপ ফল করছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক সাফল্য অর্জন করছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.