এইমাত্র পাওয়া

নৈশপ্রহরীকে বেঁধে রেখে মাদ্রাসার মূল্যবান জিনিসপত্র লুট

জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিনঝাড় আহমাদিয়া দাখিল মাদ্রাসায় নৈশপ্রহরী মারপিটের পর বেঁধে রেখে কাগজপত্র তছনছ ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আজ শনিবার ভোরে নৈশপ্রহরীর চিৎকারের পর মাদ্রাসার আশপাশের লোকজন এসে ঘটনাটি জানতে পারেন।

মাদ্রাসার সুপার মো. আইয়ুব হোসেন বলেন, আজ ভোর পাঁচটার দিকে মুঠোফোনে মাদ্রাসার পাশের বাসিন্দা একজন সহকারী শিক্ষক তাঁকে ঘটনাটি জানান। খবর পেয়ে তিনি মাদ্রাসায় আসেন। নৈশপ্রহরী মোবারক আলী তাঁকে জানিয়েছেন, তিনি বারান্দায় শুয়ে ছিলেন। গভীর রাতে একদল লোক এসে তাঁকে মারধর করে তাঁর হাত বেঁধে ভয়ভীতি দেখান। এরপর সুপার, সহকারী সুপার ও শিক্ষকদের কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা তাঁর (সুপার) কক্ষের পাঁচটি আলমারি, সহকারী সুপারের কক্ষের একটি আলমারি ও শিক্ষকদের একটি আলমারি ভেঙে কাগজপত্র তছনছ, দুটি ল্যাপটপ, একটি কম্পিউটার, সিসি টিভি ক্যামেরার মনিটর, ডিভিআর, সাউন্ডবক্স, পিতলের ঘণ্টা, রাউটার ও কিছু নগদ টাকা লুট করেছে। মোট কত টাকার জিনিসপত্র খোয়া গেছে, তা এখনো হিসাব করা হয়নি। থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার মাদ্রাসায় এসেছিলেন। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

আক্কেলপুর থানার এসআই স্বপন কুমার বলেন, ‘খবর পেয়ে ভোরে বিনঝাড় আহমাদিয়া দাখিল মাদ্রাসায় গিয়েছিলাম। মাদ্রাসার আলমারিগুলো তালা ভাঙা ও কক্ষগুলোর মেঝেতে কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেছি। ঘটনাটি তদন্ত চলছে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.