এইমাত্র পাওয়া

‘রবি বা সোমবারের মধ্যে মেডিকেলে ভর্তি পরীক্ষা ফলাফল’

ঢাকাঃ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৬৬৫। কাল রবি বা সোমবারের মধ্য এ পরীক্ষার ফলাফল প্রকাশ করতে কাজ করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাধারণত পরীক্ষা শুক্রবার হয়, আর আমরা ফলাফল রোববারে মধ্য দিই। সে লক্ষ্যে ফলাফল তৈরির কাজ এরই মধ্যে শুরুও হয়ে গেছে। আজ বিকেলে ফলাফল প্রকাশ–সংক্রান্ত একটি সভা আছে। সেখানে বিস্তারিত আলোচনা হবে।’ কাল রোববার ফলাফল দিতে না পারলে আগামী সোমবার ফলাফল প্রকাশ করা হতে পারে বলে তিনি জানান।

ফলাফল কি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন, নাকি শিক্ষার্থীরা সরাসরি পাবেন—এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, ‘এটা আজকের সভা থেকে জানা যাবে।’

এবার কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এই বছর একটি আসনের জন্য ২৫ (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে ১ লাখ ৪ হাজার ৪৪ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। সেই হিসাবে ওই বছর আসনপ্রতি ১৯ দশমিক ৩৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এ বছর আসনপ্রতি ছয়জন প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী বেড়েছে।

দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। আর ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।

লিখিত ভর্তি পরীক্ষা কীভাবে

লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হয়। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।

লিখিত পরীক্ষার নম্বর বিভাজন কীভাবে
বিষয়ভিত্তিক নম্বর বিভাজন হলো জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ২০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময় ১ (এক) ঘণ্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর প্রদান করা হয়। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য করা হয়। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যায়। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্ত শিক্ষার্থীরা দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.