নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে এবং দুই শিক্ষা বোর্ডে কলেজ পরিদর্শক পদে শিক্ষা ক্যাডারের অধ্যাপককে প্রেষণে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে এই পদে থাকা কর্মকর্তাদের মাউশিতে ওএসডি করা হয়েছে।
নতুন পরীক্ষা নিয়ন্ত্রক পাওয়া বোর্ড গুলো হলো- বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ। একলেজ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে রাজশাহী ও কুমিল্লা শিক্ষা বোর্ডে।
সোমবার (১৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক পদায়ন পেয়েছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী। এই পদে থাকা অধ্যাপক এ এমএম মুজিবুর রহমানকে ওএসডি করা হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ছৈয়দ আক্তারুজ্জামান। এই পদের অধ্যাপক মো. সামছুল ইসলামকে ওএসডি করা হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিযুক্ত হয়েছেন বরিশালের চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যাপক জি এম শহীদুল ইসলাম। এ পদে থাকা অধ্যাপক অরুণ কুমার গাইনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিযুক্ত হয়েছেন ঢাকা কলেজের অধ্যাপক রুনা নাছরীন। এ পদে থাকা অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে ওএসডি করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন কলেজ পরির্দশক পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. মাহবুব হাসান। এই পদে থাকা অধ্যাপক মো. এনামুল হককে ওএসডি করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরির্দশক নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. নূরুনবী। এই পদে থাকা অধ্যাপক অধ্যাপক মো. জহিরুল ইসলাম পাটোয়ারীকে পাবনার এডওয়ার্ড কলেজে বদলি করা হয়েছে।
অপরদিকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. ইরম জাহান। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন উপসচিব নিযুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলম। এ পদে থাকা অধ্যাপক মো. বেলাল হোসেনকে ওএসডি করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.