এইমাত্র পাওয়া

পিএসসির ছয় সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার।

সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য জানা গেছে।  

এতে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন ব্যক্তির পিএসসির সদস্য পদে নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো। ছয়জন সদস্য অদ্যাবধি শপথ গ্রহণ করেননি।

তারা হলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার বোটানি বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. শাহনাজ সরকার, পুলিশের প্রাক্তন অতিরিক্ত আইজিপি মো. মুনির হোসেন, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, বিয়াম ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ড. মো. মিজানুল রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব (পশ্চিম ও আইসিটি) শাব্বির আহমদ চৌধুরী, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিসেস অ্যান্ড ইউরোলজির প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

গত ২ জানুয়ারি তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে একদল শিক্ষার্থী পিএসসি ভবনের সামনে বিক্ষোভ করেছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.