সুনামগঞ্জঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পরিমার্জন করতে গিয়ে সারাদেশে এখনও শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি। তবে ইতিমধ্যে নতুন করে কিভাবে বই লেখা হবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আগামী বছর প্রথম দিনেই সকল শিক্ষার্থীরা নতুন বই পাবে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সারাদেশে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণি থেকে ৩য় শ্রেণির শতভাগ বই ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। তবে চতুর্থ ও ৫ম শ্রেণির বই এখন শতভাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের ভিতরে সব জায়গায় প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছে দেওয়া হবে।
হাওরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে বিষয়ে উপদেষ্টা বলেন, হাওরের দুর্গম এলাকায় যাতে শিক্ষকরা থাকেন সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে সমাধান করা হবে। সেই সাথে হাওরাঞ্চলে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করতে মিড ডে মিল চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। এতে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.