এইমাত্র পাওয়া

১০ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা

ঢাকাঃ রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদরাসার মাঠ থেকে অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছেন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক। তাছাড়া অস্থায়ী আদালতে বিচারকও প্রবেশ করেছেন।

১০ ঘণ্টারও বেশি সময় অবস্থান কর্মসূচি করার পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে সড়ক থেকে সরে যান আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা। বিচারকের সঙ্গে আলোচনার সুযোগ দেওয়ার শর্তে তারা সড়ক ছেড়ে দেন।

এর আগে বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাত থেকে বকশীবাজার সড়কে অবস্থান নেন মাদরাসার শিক্ষার্থীরা। তাদের দাবি, আলিয়া মাদরাসার মাঠ থেকে অস্থায়ী বিশেষ আদালত স্থায়ীভাবে সরিয়ে নিতে হবে।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে মধ্যরাত থেকে আদালতের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। এতে আশপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে বেলা ১১টার দিকে তাদের সেখান থেকে অনুরোধ করে সরিয়ে দেয় পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মাহফুজার রহমান বলেন, অস্থায়ী বিশেষ আদালতের বিচারকের সঙ্গে দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের কথা বলতে দিতে হবে, এমন শর্ত ছিল আন্দোলনকারীদের। তাদের শর্ত মেনে নেওয়া হয়েছে। তারপর তারা নিজেরা স্বেচ্ছায় রাস্তা থেকে সরে গেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা চলে যাওয়ার পর বিচারক অস্থায়ী বিশেষ আদালতে প্রবেশ করেছেন। এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। নিরাপত্তা নিশ্চিতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, বুধবার দিনগত মধ্যরাত থেকে শিক্ষার্থীরা যখন আদালতের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন, সেসময় অস্থায়ী আদালতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে আদালতের একটি কক্ষ পুড়ে গেছে। ফলে আজ বিচারকাজ শুরুর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.