ঢাকাঃ আদালত অবমাননার অভিযোগে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের আদেশ অমান্য করার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী ২২ জানুয়ারি তাকে আদালতে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া।
এর আগে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে তলব করেছিলেন হাইকোর্ট। রুলে আদালতের আদেশ না মানায় কেন তার বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হবে না এবং সশরীরে হাজির হওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
গত ৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল দেন।
আদালতে ওইদিন রিটের পক্ষে শুনানিতে করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।
রিটকারী আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া বলেন, মাদরাসা শিক্ষা অধিদপ্তর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চাপঘাট রহিমপুর সুন্নী মাদরাসার সুপারের এমপিও স্থগিত করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ওই মাদরাসা সুপার হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন এবং আদালত প্রাথমিক শুনানি শেষে রুল নিশি জারি করেন। একই সঙ্গে এমপিও দেওয়ার নির্দেশনা দেন। ওই আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার রুল জারি করেন। ওই রুলের শুনানিতে হাইকোর্ট তলব করে আদেশ দেন। গত ৩ সেপ্টেম্বর প্রথম তলবে তাকে (মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক) গত ২৮ অক্টোবর হাইকোর্টে উপস্থিত হতে বলা হয়। কিন্তু তিনি ওই আদেশ প্রতিপালন করেননি। তারই ধারাবাহিকতায় আজ বিষয়টি আদালতের নজরে এলে হাইকোর্ট তাকে আবারও তলব করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.