এইমাত্র পাওয়া

জাল সনদধারী শিক্ষকদের এমপিও’র অর্থ ফেরত নিতে কঠোর অবস্থানে অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ভুয়া নিয়োগপত্র ও এনটিআরসিএর সনদ জাল করে চাকরি নেওয়া এমপিওভুক্ত মাদ্রাসার প্রায় ১২০ জন শিক্ষকের ইনডেক্স নম্বর কর্তন করা হলেও ভুয়া এই শিক্ষকদের উত্তোলিত বেতন-ভাতাসহ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করার নির্দেশনার পরেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

মঙ্গলবার (৭ জানুয়ারী) মাদ্রাসা অধিদপ্তরের পরিচালক এইচ. এম. নুরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়। ইনডেক্স কর্তন হওয়া এসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও সাময়িক স্থগিতসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। 

চিঠিতে বলা হয়,  এনটিআরসিএর জাল ও ভুয়া সনদের মাধ্যমে এমপিওভুক্ত হওয়ায় সূত্রোক্ত স্মারকে জাল ও ভুয়া সনদধারীদের বিরুদ্ধে এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে উক্ত শিক্ষকদের ইনডেক্স কর্তন করা হয়। উল্লেখ্য সূত্রোক্ত স্মারকে প্রতিষ্ঠান প্রধানগণকে ইনডেক্স কর্তনকৃত শিক্ষকবৃন্দের উত্তোলিত বেতন-ভাতাসহ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করে প্রমাণকসহ এ অধিদপ্তরে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলেও এখন পর্যন্ত উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমাদানপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি মর্মে প্রতীয়মান হয়।

এমতাবস্থায়, উত্তোলিত বেতন-ভাতাসহ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমাদান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করে প্রমাণকসহ এ অধিদপ্তর-কে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের এমপিও সাময়িক স্থগিতসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.