এইমাত্র পাওয়া

লক্ষ্মীপুরে আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আমজাদ হোসেন আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) ভোররাতে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চার শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।

আমজাদ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে এবং লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন আজিম। তাকে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকা ও দুপুরে শহরের তমিজ মার্কেটের সামনে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুইশতাধিক লোক আহত হয়। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীদের আসামি করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.