ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যালেন্ডারের প্রতিটি পাতায় ঠাঁই পেয়েছে জুলাই বিপ্লব চলাকালীন বিভিন্ন সময়ে তোলা ছবি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।
ক্যালেন্ডার ঘেঁটে দেখা যায়, শুরুর পাতায় তুলে ধরা হয়েছে জুলাই বিপ্লবের শুরুর সংগ্রাম এবং শেষ করা হয়েছে স্বাধীনতার সূর্যোদয়ের চিত্র দিয়ে। সেখানে আছে, শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সংগ্রামের চিত্র, প্রতিবাদী চেতনার উন্মোচন, সারাদেশের দেওয়াল অঙ্কন থেকে কিছু সেরা চিত্র। আছে নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ক্যালেন্ডারের মে মাসে/বৈশাখ-জ্যৈষ্ঠের পাতায় রয়েছে শহীদ মুগ্ধর গ্রাফিতির চিত্র। যেখানে লেখা-‘পানি লাগবে কারো? পানি, পানি, পানি’। পরের পাতায় রয়েছে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার চিত্র। সঙ্গে রয়েছে পুলিশের গাড়িতে শিক্ষার্থীর মরদেহ ঝুলিয়ে রাখার চিত্র।
জুলাই মাসের পাতায় রয়েছে রিকশায় করে শিক্ষার্থীর মরদেহ নেওয়ার চিত্র। বিপরীতে রয়েছে শরীরে শিহরণ জাগানো শহীদ আবু সাঈদের সেই ‘মনের ভেতর উঠেছে ঝড়, বুক পেতেছি গুলি কর’ ভঙ্গিমার গ্রাফিতি। আগস্টের পাতায় রয়েছে ৫ আগস্টের সেরা ছবিটি।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহসানুল একরাম বলেন, বাকৃবির ক্যালেন্ডারে অভ্যুত্থানের চিত্র স্থান পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। এটি শুধু ইতিহাসকে স্মরণ করায় না, বরং আমাদের প্রজন্মকে সংগ্রামের মূল্য ও ঐক্যের শক্তি বিষয়ে শিক্ষা দেয়।
এ বিষয়ে বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় অধ্যায়। এই বিপ্লবে শিক্ষার্থীরা প্রমাণ করেছেন, ঐক্য ও সাহসিক সংগ্রাম দিয়ে পুরো দেশকে বদলে দেওয়া সম্ভব। লাখো শহীদের ত্যাগ ও বীরত্বগাঁথা এক ফ্রেমে তুলে ধরা কখনোই সম্ভব নয়। তবুও আমরা চেষ্টা করেছি জুলাই বিপ্লবের স্মরণীয় ঘটনাগুলোকে একটি ক্যালেন্ডারের মাধ্যমে ফুটিয়ে তুলতে, যাতে পুরো বছরটি জুড়ে জুলাই বিপ্লব মানুষের স্মৃতিতে গেঁথে থাকে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.