পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রী (১৪) নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে নিখোঁজ হয় সে। এ ঘটনায় পরিবারের পক্ষে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ ছাত্রীর পরিবার জানায়, গতকাল সকালে ক্লাস করার উদ্দেশে সে বাড়ি থেকে বের হয়। বেলা ৩টার পরও বাড়িতে না ফেরায় তার মা-বাবা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। শিক্ষকেরা জানান, সে ক্লাস শেষে প্রতিদিনের মতো বেরিয়ে যায়। কিন্তু আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গেও যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই রাতেই ছাত্রীর মা মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ছাত্রীর মা বলেন, ‘আমি প্রতিদিনই দুই ছেলে-মেয়েকে স্কুলে নিয়ে যাই। কিন্তু বৃহস্পতিবার জরুরি কাজ থাকায় আমি যেতে পারিনি। সে একাই স্কুলে যায় এবং এর পর থেকে আর বাড়ি ফেরেনি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘বৃহস্পতিবার সে শ্রেণিকক্ষে ক্লাস করেছে। বেলা ১টায় স্কুল ছুটি দেওয়া হয়। বেলা ৩টার দিকে ওই ছাত্রীর মা ফোন করে জানান, সে বাড়ি ফেরেনি। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.