ঢাকাঃ নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) পরিচালিত ৩য় শ্রেণির ১৮তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৮৫.২৫ শতাংশ। নুরানী বোর্ডের ওয়েবসাইটে (www.nooraniboard.com) ফলাফল দেখা যাবে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইনের সভাপতিত্বে ফলাফল প্রকাশ করা হয়।
জানা গেছে, সারাদেশের মোট ১০৯২টি কেন্দ্রে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ২৩০ জন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ৮৫ দশমিক ২৫ শতাংশ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন বলেন, দেশব্যাপী তরুণ আলেমদের কাছে অনুরোধ করছি, রতিটি গ্রাম-পাড়া মহল্লায় নুরানী মাদরাসা, নুরানী স্কুল, নুরানী মকতব ও ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করতে হবে। আমাদের প্রতিটি সন্তানের কাছে দ্বীন শেখাকে সহজ থেকে সহজতর করতে হবে।
তিনি আরও বলেন, তরুণ আলেমরা এগিয়ে এলে শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত নুরানী তালিমুল কুরআন বোর্ড সব রকমের সহযোগিতা করবে। আগামীর শিক্ষা প্রতিষ্ঠান শিশুবান্ধব হোক এই প্রতাশাও করি।
পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, শিশুরা কাঁচা মাটির মতো। তাদের যেভাবে গড়ে তুলবেন তারা সেভাবেই গড়ে ওঠবে। আমরা দ্বীন-ধর্ম ও মাতৃভূমির ভালোবাসায় সন্তানদের গড়ে তুলি। সুনাগরিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কাজ করে নুরানী বোর্ড।
আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামিয়া পটিয়ার পরিচালক মুফতি আবু তাহের কাসেমী নদভী, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী, আলেম লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, বেফাকের সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী।
খুলনা নুরানী বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এনটিকিউবি) পরিচালক মাওলানা আবু মোরতাজা মোহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা ইসহাক মামুন, ইকরা নুরানী বোর্ডের চেয়ারম্যান হারুনুর রশীদ, সিলেট নুরানী বোর্ডের চেয়ারম্যান মাওলানা বশির আহমদ, চট্টগ্রাম নুরানী বোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হোসাইন, বার্তা ২৪ এর সহকারী সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দির বাবর, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, সময় টিভির সিনিয়র সাব-এডিটর মুফতি আবদুল্লাহ তামিম প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.