এইমাত্র পাওয়া

‘আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক।। তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গে উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন পুরোনো। অনেক দিন ধরে এই গুঞ্জন বাতাসে ভেসে বেড়ালেও তা অস্বীকার করেছেন এই শিল্পী।

কিছুদিন আগে থাইল্যান্ডের ব্যাংককে দেখা যায় রাফসান সাবাব ও জেফারকে। তাদের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর নতুন করে আলোচনায় উঠে আসেন তারা। নেটিজেনদের দাবি— চুটিয়ে প্রেম করছেন এই জুটি।

রাফসান-জেফারের প্রেমের সম্পর্ক নিয়ে নানা চর্চা হলেও নীরব ছিলেন তারা। এবার সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জেফার রহমান।

এ বিষয়ে কিছু বলার নাই জানিয়ে জেফার রহমান বলেন, “বিয়ে না করলেও মানুষ আমার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন। আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক।”

ব্যক্তিগত জীবন কাউকে জানাতে চান না জেফার। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে। আমি তাদের সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নিক।”

২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান সাবাব। গত বছরের নভেম্বরে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন রাফসান। এরপর রাফসান-এশার বিচ্ছেদ চর্চায় পরিণত হয়। এসবের মাঝে নেটিজেনদের অনেকে দাবি করেছিলেন, সংগীতশিল্পী জেফার রহমানের কারণে রাফসান-এশার সংসার ভেঙেছে।

এ বিষয়ে গণমাধ্যমকে জেফার রহমান বলেছিলেন, “এটা খুবই হাস্যকর। মানুষ এগুলো কোথা থেকে পায় আমি জানি না। আমি সাধারণত এসব বিষয় এড়িয়ে চলি। কিন্তু এবার যেভাবে পরিস্থিতি নোংরা হয়েছে তাতে খুব খারাপ লেগেছে। তাই এটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম।”

২০১১ সালে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে ইউটিউবে প্রকাশ করে সাড়া ফেলেন জেফার রহমান। বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান জেফার। সময়ের সঙ্গে তার গায়কির জাদু স্পর্শ করে সংগীতপ্রেমীদের হৃদয়। ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে।

পরবর্তীতে ইউটিউব থেকে স্টেজ শোয়ে পা রাখেন জেফার। স্বকীয় গায়কি আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সহজেই সবার থেকে আলাদা হয়েছেন তিনি। নেমেসিস, ওয়ারফেইজ, অর্থহীন-এর মতো দেশের বড় বড় ব্যান্ডগুলোর সঙ্গে অসংখ্য স্টেজ শো করেছেন জেফার।

শিক্ষাবার্তা /এ/২৭/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.