ঢাকাঃ বিয়ে বাড়ি নয়, নেই কোনো আনুষ্ঠানিকতা। অতিথির আনাগোনাও কম। বিকেলে একদল তরুণ-তরুণীর নানা রঙের শাড়ি-পাঞ্জাবিতে চোখ আটকে যাচ্ছে সবার। হঠাৎ করেই ক্যাম্পাসের টিএসসির সিঁড়িতে সবাইকে অবাক করে শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। মুহূর্তেই তৈরি হয়ে গেলো হলুদের মঞ্চ। একটু পরেই বর উপস্থিত। ৭৭তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী শাহ আলমের ব্যতিক্রমী গায়ে হলুদের সাক্ষী হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
সবাই টিএসসিতে আড্ডা দিতে এসে উঁকি দিয়ে দেখছে ক্যাম্পাসে গায়ে হলুদের আয়োজন। এমন আয়োজন দেখে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ইচ্ছে প্রকাশ করেছেন, পরিবারের সাড়া পেলে তারাও ক্যাম্পাসে গায়ে হলুদের আয়োজন করতে চান। গায়ে হলুদের নিয়মের মতোই কাঁচা হলুদ মাখিয়ে সম্পন্ন করা হয় সব আনুষ্ঠানিকতা।
চিরাচরিত নিয়মেই গায়ে হলুদ, মেহেদি মাখিয়ে সম্পন্ন করা হয়েছে আনুষ্ঠানিকতা। হলুদে তাদের বন্ধু-বান্ধবীসহ অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এ আয়োজনের খবরে সরগরম ছিল সামাজিক যোগাযোগমাধ্যমের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সাইটগুলো।
এ ভিন্নধর্মী আয়োজন নিয়ে শাহ আলমের বন্ধু মাশুক জানান, প্রিয় ক্যাম্পাসে বন্ধুর বিয়েকে স্মরণীয় করে রাখার জন্য ক্যাম্পাসে আমরা বন্ধুরা মিলে ব্যতিক্রমী এই আয়োজন করেছি। আমাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে শাহ আলমের নতুন জীবনের পথচলা সুন্দর হোক এটাই আমাদের প্রত্যাশা।
পাত্র শাহ আলমের কাছে ক্যাম্পাসে গায়ে হলুদ আয়োজনের অনুভূতি জানতে চাইলে বলেন, নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। ক্যাম্পাসে গায়ে হলুদের অনুষ্ঠান হবে কখনও ভাবিনি। আমি অনেক বেশি আনন্দিত। আমাদের জন্য দোয়া করবেন। বিশ্ববিদ্যালয় জীবনের অনেক সুন্দর ও সেরা মুহূর্তগুলোর মধ্যে এটা একটা। সব কিছু এত সুন্দর করে আয়োজন করবে আমি কল্পনাও করি নাই। সারাজীবন মনে গেঁথে থাকবে আমার এই দিনটা। সবার এত এত ভালোবাসা আমার জন্য অনেক বড় একটা পাওয়া।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.