ঢাকাঃ নিখোঁজ হওয়ার চারদিন হতে চলেছে, কোনো খোঁজ নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসান। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও খালেদের পরিবারের সদস্য।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ডুসাব) আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অনতিবিলম্বে খালেদ পরিবার ও সহপাঠীদের মধ্যে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বলেন, খালেদ চারদিন ধরে নিখোঁজ। বলা হচ্ছে, সে আত্মগোপনে রয়েছেন। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, একজন মানুষ আত্মগোপনে যদি থাকেই সেক্ষেত্রে দুই-একদিন থাকতে পারে, কিন্তু চারদিন ধরে আত্মগোপনে থাকা অমূলক। আমরা চাই, অবিলম্বে যেন পুরো বিষয় ভালোভাবে তদন্ত করে খালেদকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়।
খালেদের শিক্ষক আবদুর রহমান বলেন, খালেদ অনেক মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। খালেদের নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের বেশ ব্যথিত করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান থাকবে যেন তাকে দ্রুত খুঁজে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
নিখোঁজ খালেদের বাবা লুৎফর রহমান বলেন, আমি প্রশাসনের কাছে অনুরোধ করি, যেন খুব তাড়াতাড়ি তাকে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের পরিবারের লোকজন বিপর্যস্ত অবস্থায় রয়েছি। আমার জানামতে প্রশাসন চেষ্টা করছেন, সুষ্ঠু তদন্ত করে যেভাবে পারা যায় তাকে যেন ফিরে দেওয়া হয়। যেন আমরা এই খোঁজটা পাই সে বেঁচে রয়েছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, খালেদের চাচা, খালাতো ভাইসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.