ঢাকাঃ বাংলাদেশ-চীন সম্পর্ক স্থিতিশীল এবং ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রাষ্ট্রদূত বলেন, “চীন-বাংলাদেশ সম্পর্ক অব্যাহকভাবে স্থিতিশীল রয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।”
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চীনের আপন মিডিয়া ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের ইতিহাস হাজার বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত। জাতি, বিশ্বাস ও ভাষার স্বাতন্ত্র্য সত্ত্বেও আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি ও পারস্পরিক লাভজনক সহযোগিতা বজায় রেখেছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম।
আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “আগামী ২০২৫ সালে, দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করার সুযোগ হিসাবে এবং জনগণের মধ্যে-মানুষের বিনিময়ের বছর হিসাবে মনোনীত করা হয়েছে। সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা এবং যুব বিনিময়, যৌথভাবে একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে আমরা যৌথভাবে কাজ করতে পারি।”
চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও জানান চীনের রাষ্ট্রদূত। এসময় তিনি উল্লেখ করেন, ১৫ হাজার শিক্ষার্থী চীনে পড়াশুনা করছে।
অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, “গত ৫০ বছরে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অনেক উন্নত হয়েছে। আমি মনে করি, আমাদের চীন সম্পর্কে আরও বেশি জানা দরকার।”
তিনি আরও বলেন, “আমরা প্রযুক্তি খাত, কৃষি খাতসহ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করতে পারি।”
শফিকুল ইসলাম বলেন, “রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেছেন, চীনে আমাদের ১৫ হাজার শিক্ষার্থী পড়াশুনা করছেন। আমি বিশ্বাস করি, তারা দেশে ফিরে নতুন অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখতে পারবেন। কোনো একসময় দেখা যাবে বাংলাদেশে চীনের কোনো বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হচ্ছে।”
তিনি বলেন, “আগামী বছর আমরা বাংলাদেশ চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করবো।”
অনুষ্ঠানে আপন মিডিয়ার সাথে বাংলাদেশের তিনটি সাংবাদিক সংগঠনের চুক্তি স্বাক্ষর হয়। সংগঠনগুলো হলো- জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ সিনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.