সিরাজগঞ্জঃ সনদপত্র অনুযায়ী ১৯৭৮ সালে দাখিল পাস করেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এমপিওভুক্ত গোন্তা আলিম মাদ্রাসার অধ্যক্ষ টি আর আব্দুল মান্নান। তার বয়স যখন মাত্র ১২ বছর। মাঝখানে ২ বছর পড়ালেখা বন্ধ রাখেন। এরপর ১৯৮২ সালে আলিম পাস করেন।
এদিকে ১৯৮৪ সালের অক্টোবরে ফাজিল পাস করলেও অধ্যক্ষ হিসেবে চাকরিতে যোগদান দেখানো হয়েছে ১৯৮৪ সনের জানুয়ারি মাসের ১ তারিখে। অর্থাৎ ফাজিল পাস করার ৯ মাস আগেই তিনি অধ্যক্ষ।
এসব অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ টি আর আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, ১৯৭৮ সালে দাখিল পাস করেন। তখন দাখিল পাস ছিলো ৭ম শ্রেণি পাসের সমমান। এর আগে আমার বিরুদ্ধে ১৭ বার তদন্ত হয়েছে। আপনি সংবাদ প্রকাশ করলে হয়তও আরেকবার তদন্তের সম্মুখীন হতে হবে, এর বেশিকিছু নয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, সংবাদের বস্তুনিষ্ঠটা থাকলে প্রতিবেদন করতে পারেন। অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেবো।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোন্তা আলিম মাদ্রাসার সভাপতি সুইচিং মং মারমা বলেন, গোন্তা আলিম মাদ্রাসার অধ্যক্ষ টি আর আব্দুল মান্নানের পড়ালেখার সমস্ত সনদ ও চাকরির ইতিবৃত্ত খতিয়ে দেখতে হবে। যদি সত্যতা পাওয়া যায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.