এইমাত্র পাওয়া

বর্ণ দিয়ে সাজানো বিদ্যালয়, দেয়ালই যেন পাঠ্যবই

সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক:  বর্ণমালা, ছন্দ, কবিতা আর প্রাকৃতিক দৃশ্যে সাজানো হয়েছে বিদ্যালয়টি। বিষয়ভিত্তিক ও নান্দনিক ছোঁয়ায় বিদ্যালয়টির দেয়াল গুলো হয়ে উঠেছে পাঠ্য বই। শিশুরা বিদ্যাল মাঠে খেলতে গিয়ে দেয়ালে আঁকা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কবিতা,ছড়া,ইংরেজি ছোট ও বড় হাতের অক্ষর, বিভিন্ন পশু পাখির ছবি, ও গ্রামীণ চিত্রের সাথে পরিচিত হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামার পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলী ।

প্রাথমিক শিক্ষা অফিসের সূত্র মতে, সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ৭৮ টি প্রাথমিক বিদ্যালয় কে তিনটি ক্লাসটারে ভাগ করা হয়েছে। ক্লাসটার গুলোর নাম রাখা হয়েছে পূর্ব বদলাগাড়ি, কামারপুকুর ও রামকৃষ্ণ। এর মধ্যে কামারপুকুর ক্লাসটারের শহর ও গ্রামের প্রতিটি বিদ্যালয় নতুন রুপে সাজানো হয়েছে। দেয়ালে লেখা রয়েছে আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল, স্বপ্ন দেখতে শেখো। কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবেনা। আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই কেন,আপনার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করবেন এ ধরনের নানান উপদেশ ও নীতি কথা।

এ বিষয়ে জানতে চাইলে ক্লাসটারের তদারকি ও সরকারি শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেসা বলেন,শিক্ষার্থীদের নান্দনিক শিক্ষা দিতেই প্রাক প্রাথমিকের শ্রেণী কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া আইসিটি কক্ষ বিদ্যালয় সজ্জিত করন কাজটি চলমান রয়েছে। বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বাজেট নিয়ে এসব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জাকির হোসেন সরকার জানান,শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতায় এসব করা সম্ভব হয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে চলতি বছর রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে আমাকে নির্বাচিত করে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.