রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুলনা জেলা সমিতি ও ব্রাক ইন্সটিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট, রাজশাহী অফিসের যৌথ উদ্যোগে একটি ক্যারিয়ার সেমিনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্রাক ইন্সটিটিউটের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং ক্যারিয়ার গঠনের নানা দিক নিয়ে মূল্যবান দিকনির্দেশনা পেয়েছেন। আধুনিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনের পাশাপাশি তারা বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে নিজেদের কৌতূহল মেটানোর সুযোগ পান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুনির্দিষ্ট ধারণা লাভ করেন।
অনুষ্ঠানের সভাপতি এস.এম. তাহমিদ হাসান তার বক্তব্যে বলেন, “আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে সফলতার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান। খুলনা জেলা সমিতি,রাবি সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি, এই সেমিনারে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় একটি নতুন দিক খুঁজে পেয়েছে।”
খুলনা জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনায় দৃঢ়প্রতিজ্ঞ। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ, যা শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রুকসানা বেগম, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া ব্রাক ইন্সটিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট রাজশাহী অফিসের প্রতিনিধিদের মধ্যে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন হাশেম বাধন, সাওদা জামান রিশা এবং শেখ মাকসুর রহমান শিহাব।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.