রংপুরঃ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলামকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে সাময়িক বরখাস্তের খবর জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ নভেম্বর ২০২৪ তারিখে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেফতার হওয়ায় সরকারী চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা মোতাবেক শরিফুল ইসলামকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
বিবৃতিতে আরও উল্লেখ্য করা হয়, বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা (Subsistence Allowance) তিনি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, এই আদেশ ১৯ নভেম্বর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.