এইমাত্র পাওয়া

ইফটিতে বেতন: এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য পাঠাতে হবে সোমবারের মধ্যে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা দিতে শিক্ষক-কর্মচারীদের মৌলিক তথ্য ইএমআইএস সেলে আপলোড কার্যক্রম শুরু হয়েছে। ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই তথ্য ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালকেরা যাচাই করবেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত জনবল রয়েছে তাদের এমপিওর টাকা আইবাস ডাবল প্লাসের মাধ্যমে ইএফটিতে পাঠানোর জন্য এমপিওযুক্ত শিক্ষক-কর্মচারীদের কিছু মৌলিক তথ্য প্রয়োজন। সে জন্য নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সিস্টেমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা এমপিওভুক্ত জনবলের প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠাবেন এবং চাহিত হার্ডকপি ডকুমেন্ট উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (স্কুলের ক্ষেত্রে) এবং আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে)-এর কার্যালয়ে জমা দেবেন।

প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে পাঠানো তথা এবং দাখিল করা হার্ডকপি ডকুমেন্ট যাচাই করে স্কুলের ক্ষেত্রে উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকরা পরবর্তী কার্যক্রমের জন্য নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন। প্রতিষ্ঠান প্রধানদের দাখিল করা হার্ডকপি ডকুমেন্ট উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকরা নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন।

তথ্য পাঠানো ও যাচাইয়ের জন্য নির্ধারিত সময়সূচি: প্রতিষ্ঠান প্রধান অনলাইনে ২ ডিসেম্বর পর্যন্ত তথ্য পাঠাবেন ও হার্ড কপি জমা দেবেন। আর ৫ ডিসেম্বর পর্যন্ত উপজেলা-থানা মাধ্যমিক কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালক তথ্য যাচাই করবেন।

বিস্তারিত দেখতে এই লিংকে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.