এইমাত্র পাওয়া

আমাদের শিক্ষাব্যবস্থা মুক্তচিন্তার জায়গা আছে কি

হুমাইরা শাহরীন।। যতটুকু আমরা জানি, পৃথিবী ঘুরে গেছে যুগে যুগে কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা যেন থেমে গেছে এক নীরব সংকীর্ণ জায়গায়। আজও আমরা যেখানে দাঁড়িয়ে, সেই শিক্ষার অঙ্গনে কি মুক্তচিন্তার উন্মুক্ত আকাশ নেই? কী যেন এক অদৃশ্য দেয়াল, যে দেয়াল আমাদের চিন্তার স্বাধীনতাকে অঙ্গুলি হেলনিতে আটকে রাখে!

মুক্তচিন্তা, এই সহজ অথচ গভীর শব্দটি আজ যেন কেবল সোনালি অতীতের কিছু ছায়া, যা আমাদের চোখে আর ধরা পড়ে না। আমাদের শিক্ষা যেন কিছু স্বপ্নহীন রোবট তৈরি করার কারখানা, যেখানে গুরুভার পড়া বইয়ের মাঝে পুথিগত বিদ্যা আর তালিম ছাড়া কিছুই নেই। সৃষ্টিশীলতা, প্রশ্ন করার অধিকার, খোলামেলা চিন্তার স্বাধীনতা সবকিছু যেন একে একে মুছে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে।

আর যুক্তির কথা বললে, অথচ যুক্তি তো হলো পৃথিবীর সেরা মুক্তির হাতিয়ার। কিন্তু আমরা তো সেই যুক্তিকে ভুলতে বসেছি। আমাদের ছাত্রছাত্রীরা প্রশ্ন তো করতে পারে না, কেননা পরীক্ষার পাতার বাইরে তাদের দীর্ঘশ্বাস ফেলার জায়গা কোথায়? কেন আমাদের শিক্ষার্থীদের শিখতে হবে শুধুই পরীক্ষা আর রেজাল্টের মেশিন হয়ে? কেন তারা তাদের চিন্তার জগতে ডুব দেবে না?

আজকাল আমাদের শিক্ষাব্যবস্থা যেন একটি অদৃশ্য শৃঙ্খল হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রবাহিত হচ্ছে নীরব নিশ্বাস। একটি ধ্রুবক নিয়মে বাধা পড়েছে এই সমাজের শিকড়, যেখানে নিজের স্বাধীন চিন্তা প্রকাশের কোনো পথ নেই। এই যে সীমাবদ্ধতা, এটি আর চলতে পারে না! মুক্তচিন্তা, যুক্তির প্রয়োগ যদি আমরা শিখতে না পারি, তবে কীভাবে আমরা পরবর্তী দিনের বাস্তবতার সঙ্গে মোকাবিলা করব?

এখন প্রয়োজন সেই শিক্ষাব্যবস্থা গড়ে তোলার, যেখানে থাকবে মুক্তচিন্তার বিকাশ, যেখানে আমরা শিক্ষার প্রতি কেবল জানার জন্য নয় বরং নিজেদের ভাবনাকে মুক্তভাবে প্রকাশ করার সুযোগ পাব। যেখানে শিশু, যুবক, সবাই তাদের চিন্তা দিয়ে সমাজ গড়বে, সবাই তাদের মনে নতুন আলো নিয়ে পথ চলবে।

এটা কি ভাবতে পারি না যে আমাদের শিক্ষা এমন হোক, যেখানে আমরা শুধু মুখস্থ না করে বরং নিজের মেধা, সৃজনশীলতা, বিশ্লেষণক্ষমতা দিয়ে পৃথিবীকে চিনতে শিখি? আমাদের শিক্ষা যেন হয়ে ওঠে মুক্তির এক সোপান; যেখানে যুক্তি, সমালোচনা এবং সৃজনশীলতার কোনো সীমা নেই। যেন আমাদের শিক্ষার্থীরা কেবল পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে বরং সমাজের প্রতিটি কোনায় এক নতুন দৃষ্টিভঙ্গি আনতে সক্ষম হয়।

এটা হলো আমাদের সামনের পথ- একটি মুক্তচিন্তার শিক্ষাব্যবস্থা, যেখানে আমরা মুক্ত হব, মুক্ত হবে আমাদের সমাজ এবং শেষ পর্যন্ত আমরা গড়তে পারব সেই সমাজ, যেখানে সব মানুষের চিন্তা, যুক্তি এবং সৃজনশীলতার সমান অধিকার থাকবে।

=শিক্ষার্থী, রাজশাহী কলেজ

শিক্ষাবার্তা ডটকম/এ/২৮/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.