নিজস্ব প্রতিবেদক।।নেদারল্যান্ডস বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্যতম পছন্দের গন্তব্য। বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত নানা বৃত্তির ব্যবস্থা আছে। এর একটি হলো ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির বৃত্তি। এ বৃত্তির আওতায় টিউশন ফি ছাড়া শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধা মিলবে।
ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির এ স্কলারশিপে টিউশন ফি ফ্রি, আবাসন ভাতা, উপবৃত্তি, ভিসার খরচসহ আরও অনেক সুবিধা মেলে। ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তারা ইউরোপীয় ইউনিয়নের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ১৩টি ডাচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রতিষ্ঠান। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টিতে ২২ হাজার ৯৭৬ শিক্ষার্থী ছিলেন। যাঁদের মধ্যে ৫৬ শতাংশ ছিলেন নেদারল্যান্ডসের বাইরের। ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি স্কলারশিপের অর্থায়ন আসে ডাচ শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয় থেকে।
সুযোগ-সুবিধা
২৫ মাসের প্রোগ্রামে জীবনযাত্রার ব্যয় মেটাতে ৩০ হাজার ৬২৫ ইউরো দেওয়া হবে। ১৩ মাসের প্রোগ্রামে দেওয়া হবে ১৫ হাজার ৯২৫ ইউরো। এ ছাড়া টিউশন ফি, ভিসা ফি ও স্বাস্থ্যবিমার সুযোগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
* আগ্রহী প্রার্থীদের অবশ্যই ২০২৫-২৬ সেশনে ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে।
* আবেদন করার সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।
* আবেদনকারীদের অবশ্যই স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিক হলে আবেদন করা যাবে না।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫
শিক্ষাবার্তা ডটকম/এ/২৭/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.