এইমাত্র পাওয়া
Oplus_131072

সেন্ট গ্রেগরি স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ভর্তির লটারি স্থগিত

নিউজ ডেস্ক।। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণি ও নার্সারিতে ভর্তির নির্ধারিত লটারি স্থগিত করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) কলেজের প্রকাশিত দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার পর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির মর্নিং শিফট, ডে শিফট এবং কলেজ শাখার ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজের প্রয়োজনীয়তা এবং দীর্ঘ সময় লাগায় কার্যক্রম আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যক্রম আবার শুরু হবে।

ভর্তির লটারি স্থগিতের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির (বাংলা মাধ্যম) এবং নার্সারির (ইংরেজি মাধ্যম) নির্ধারিত লটারি ও ভর্তির তারিখ বিশেষ কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

এর আগে রবিবার বিকেলে পুরান ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জানিয়েছেন, হামলায় কলেজের শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ এবং ক্যান্টিন ভাঙচুর করা হয়েছে।

এদিকে, একই ঘটনায় এর আগে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজও বন্ধ ঘোষণা করা হয়।

জানা যায়, ভুল চিকিৎসার অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা রোববার ভাঙচুর চালান। এতে অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়ায়।

পরদিন সোমবার, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাল্টা হামলা চালানো হয়। হামলায় কলেজের বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী এ হামলায় অংশ নেয়। হামলার সময় স্থানীয় জনতা ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনাও ঘটে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.