এইমাত্র পাওয়া

কোর্স আউট প্রথা বাতিল করল বিএসএমএমইউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উচ্চ শিক্ষায় প্রশিক্ষণরত চিকিৎসকদের কোর্স আউট প্রথা বাতিল করা হয়েছে। একইসঙ্গে ক্যারি অন প্রথা চালু করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত দুইটি পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়।

জানুয়ারি ২০২৫ সেশনের নন-রেসিডেন্সি এমফিল, এমএমইডি, ডিপ্লোমা এবং নন-রেসিডেন্সি এমডি ও এমএস কোর্সে পরীক্ষার আবেদন ফরম পূরণের জন্য দেওয়া নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিলের ৭২তম সভায় সিদ্ধান্ত মোতাবেক কোর্স আউট প্রথা বাতিল করা হয়েছে। সকল যোগ্য প্রার্থী জানুয়ারি ২০২৫ সেশনে কোর্স পরীক্ষায় জরিমানা ব্যতীত নির্ধারিত ফিস প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

নোটিশে আরও বলা হয়, কোনো পরীক্ষার্থী ক্যারি অন প্রথায় প্রথম ও দ্বিতীয় পর্বে একই শিক্ষাবর্ষে একত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে তাকে প্রতি পর্বের জন্য পৃথক পৃথক আবেদন ফরম পূরণ করে কোন কোন পত্রে অবতীর্ণ হবেন, তা উল্লেখ করতে হবে। প্রতি পর্বের জন্য পৃথকভাবে নির্ধারিত ফিস (অফেরতযোগ্য) জমা দিতে হবে।

অভিযোগ রয়েছে, বিগত সময়ে উচ্চ শিক্ষার কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের নানাভাবে কোর্স আউট করে দেওয়া হতো। তাদেরকে ইচ্ছা করে ফেল করানোরও পাশাপাশি কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পরে তাদেরকে কোর্স থেকে আউট করে দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর একাডেমিক কাউন্সিলের সভা চলাকালে কোর্স আউটের শিকার চিকিৎসকরা দাবি জানালে এই প্রথা বাতিল করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.