সুনামগঞ্জ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, ‘শিক্ষার বিষয়ে এখনই বড় কোনো সংস্কার করা হবে না। তবে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আমরা একটি বিশেষজ্ঞ দল তৈরি করেছি। যারা ডিসেম্বর মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।’
সোমবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমির পাশে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, এবার জানুয়ারিতেই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।
এর আগে, জেলার দিরাই উপজেলায় এক অনুষ্ঠানে বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন, ‘শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ দুঃখজনক। এটা বন্ধে কাজ করা হচ্ছে। নিয়োগের পরই এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সঠিক নীতিমালা করা হবে।’
সুনামগঞ্জের হাওরাঞ্চলের শিক্ষা সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘দুর্গম হাওরের আবাসিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন কাজ করা হবে।’
পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হাওরে দুটি প্রাধমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.